জন্ম নিবন্ধন অনলাইন
আমরা জন্ম নিবন্ধন করতে অনেকেই বুঝি না, কি ভাবে অনলাইনে জন্ম নিবন্ধন করবো। আমরা আমাদের এলাকার আশে পাশে খুজে বেরাই, কোথায় কম্পিউটার অপারেটর আছে। কিন্তু আমরা যদি এটা ভাবি যে এটা অনলাইনেই নিজেরাই করতে পারবো, তাহলে কেন আমরা অন্যের কাছে টাকা খরচ করে ফাউ সময় নষ্ট করে জন্ম নিবন্ধন অনলাইন করবো।
তাই বেশী সময় নষ্ট না করে, আমি যে ভাবে বলি আপনারা সেই ভাবে জন্ম নিবন্ধন করতে পারবেন নিজে নিজে। প্রথমে আপনি এই লিংকে ক্লিক করুন। ক্লিক করার পর এই ভাবে দেখতে পারবেন, 1টি স্কিনশর্ট দিলাম, খেয়াল করুন। নিচে স্কিনশর্ট আছে, একটু দেখুন..
এরপর আপনি যদি স্থায়ী ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা চেঞ্জ করতে চান, নেক্সট এ ক্লিক করুন। তারপর দেখবেন একটি ফর্ম পূরন করতে বলবে, আপনি আপনার সঠিক ইনফরমেশন দিয়ে, ফরমটি পূরন করুন। জন্ম নিবন্ধন অনলাইন করা খুবি সহজ। যদি আপনি আমার পোস্টটি না বুঝতে পারেন, তাহলে বলবো ইউটিউবে একটু সার্চ করুন, অনেক ভিডিও পেয়ে যাবেন। তারা আপনাকে বাংলা টিউটোরিয়ালের মাধ্যমে শিখিয়ে দিবে। আপনি যদি সঠিক ইনফরমেশন না দিয়ে ফরমটি পূরন করতে না পারেন, তাহলে পরবর্তীতে আপনার অনেক সমস্যা হতে পারে। তাই বলবো সঠিক ইনফরমেশন দিয়ে ফরমটি পূরন করুন। যদি কোন অপশোন না বুঝতে পারনে, দয়াকরে যে ভালো বোঝে, তার সাহায্য নিন। আপনার ফ্যামিলি কিংবা আপনার বন্ধুদের মাঝে অনেকেই আছে, এটি ভালো ভাবেই বুঝবে। আমার মনে হয় জন্ম নিবন্ধন অনলাইন আপনার জন্য সহজ হয়ে যাবে।
জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন যাচাই করতে চাইলে, এই একি সাইট ব্যবহার করবেন। জন্ম নিবন্ধন যাচাই করার জন্য অন্য কোথাও যাবেন না। এই একটি সাইটের ভিতরে সব কিছু পাবেন। আপনি এই সাইটে বাংলা ও ইংরেজি ভাষা করে আপনার কাজটি করে নিতে পারবেন। আমি জানি অনেকেই আছেন, বাংলা ভাষার ওয়েব সাইট গুলো ব্যবহার করতে একটু কষ্টো সাধ্য হয়ে যায়। তাই এই একি সাইটে আপনারা আপনাদের সব কার্য্য করে নিতে পারবেন।
নতুন জন্ম নিবন্ধন আবেদন
নতুন জন্ম নিবন্ধন আবেদন করার জন্য এই সরকারি সাইটের বিকল্প অন্য কোন ওয়েব সাইট নাই। আপনারা অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন অনলাইনে, কিন্তু নতুন জন্ম নিবন্ধন আবেদন করার জন্য এটার বিকল্প অন্যকোন সাইট আমার জানা নাই।
0 Comments